পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য। ११ 9 নানা কর্য্যে নিয়োজিত,-কেহ পুষ্পপাত্র সাজায় কদলিপত্রে রাখিছে সাজয়ে কেহ বা কদলিপত্ত্বে বন ফল মূল । স্থানে স্থানে তরুতলে বুলি ঋষিগণ,— কেহ ধ্যানমগ্ন স্থির ; কেহ মুগ্ধ পাঠে ; লিপিছেন কেহ ; কেহ নিমজ্জিত অন্য ঋষি সহ শাস্ত্রালাপে সুললিত ; করিতেছে অধ্যয়ন ঋষিপুত্রগণ স্থানে স্থানে ; আশে পাশে নিঃশঙ্কহুদযু চরিতেছে বনপগু, বনপক্ষীচয় । দেখি কৃষ্ণ ধনঞ্জয় ক্ষুদ্র শিশুগণ •আসিল ছটিয়া,বঙ্গে করি কোলাহল । বালক বালিকাগণ পুষ্প অর্ঘ্য দিয়া করিলেক অভ্যর্থনা । আধ আধ কণ্ঠে পঞ্চমীয় এক শিশু কর তুলি 壽 হাসি–“মহালাজ ! আছীকবাদ কলি ।” হাসিলেন কৃষ্ণাৰ্জুন । ক্রেড়ে করি তারে পুষ্পনিভ মুখখানি চুম্বিলা আদরে । কারো কর, কারো পৃষ্ঠ, চিবুক কাহার, পরশিয়া হালিমুখে পার্থ পীতাম্বর জনে জনে শিশুগণে করিলা আদর ! থাস্ক, বস্ত্র, ক্ষুদ্র ক্ষুদ্র ক্রীড়ার পুতুল, দারুকের হস্ত হতে করিয়া গ্রহণ বিলাইয়া শিশুগণে। চলিল উত্তত্ত্বে দেখিতে দেখিতে, রঙ্গে সঙ্গে শিশুগণ চলিল নাচিয় করি পথ প্রদর্শন ।