পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । হইলে নিষ্ফল যদি, জানিবে নিশ্চয় । সেই নিষ্ফলতা বীজ ছিল লুক্কায়িত কার্য্যে তব জ্ঞানাতীত, অদৃষ্ট তোমার । স্বাষ্টকৰ্ত্তা, বাসুদেব, নহেন মিঠুর । বলিবে কি তবে, তত্ত্ব অনস্ত ভাণ্ডার নাহি করিলেন কেন নরজ্ঞানাধীন ? অশীতিবর্ষীয় জ্ঞান'না দিলা শিশুরে ? একই উত্তর তার—অদৃষ্ট নরের সেই মহা তত্ত্ব । ওই মহা পারাবার পতঙ্গের করায়ত্ত্ব হইবে কেমনে । , মানবের জ্ঞানালোকে দৃশুমান যাহা আপনি, পুরুষোত্তম, দেখ তুমি সব, কি কাজ আমাকে বল জিজ্ঞাসিয়া আর ! যাও, বংস, রৈবতকে আশীৰ্ব্বাদ করি। ইন্দ্র প্রস্থে সব্যসাচী ফিরিবে যখন, জনে জনে পরিজনে বলিও ব্যাসের আশীৰ্ব্বাদ । নিরস্তুর আশীৰ্ব্বাদ করি কোরবকুলের এই মুখ সম্মিলন হয় যেন চিরস্থায়ী,—গঙ্গা যমুনার পুণ্য সন্মিলন যথা,--এক স্রোতে সদা আর্য্যাবৰ্ত্তে শাস্তি সুধা করি বরিষণ । “হইবেক চিরস্থায়ী” –কত দিন আর রবে ভগবান, এই বালির বন্ধন দুৰ্য্যোধন দ্বেষ-ম্রোতে । পূৰ্ব্ব কথা সব আপনি জানেন, প্রভু। অন্ধ জ্যেষ্ঠতাত । পিতা বর্তমানে তার নাহি অধিকার অৰ্জুন