পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অশ্র দুই ধারা বেগে ঝরিতে লাগিল পার্থের বিশাল বক্ষে। মুছিয়া নয়ন মুহূৰ্ত্তেক পরে পার্থ জারম্ভিলা পুনঃ–

  • অনাথিনী মাতা সহ অনাথ আমরা ফিরিঞ্জাম হস্তিনায় ! দীন নিরাশ্রয় ! হস্তিনায় !—ন, না, প্রভু পশিলাম বনে,— অরণ্য ভীষণতর পড়িলাম হায়ু যেই হিংস্ৰ জন্তুদন্তে অরণ্যে হল্লভ। সে অবধি ছলে, বলে, অস্ত্রে ও অনলে বিনাশিতে আমাদের ক’রেছে কৌশল দুৰ্য্যোধন কতরূপে, জানেন আপনি । অতুল কৌরবরাজ্য ত্যজিলেন পিতা ধেই জ্যেষ্ঠতাত তবে, সেই ধৃতরাষ্ট্র একটি উচ্ছিষ্ট অল্প - দিলা তাহার অনাথ সন্তানগণে প্রতিদানে শেষে প্রেরিলা বারণ তে মরিতে পুড়িম্বা ক্ষুদ্র পতঙ্গের মত ”

পুনঃ অর্জনের হলো কণ্ঠরোধ ক্রোধে । সম্বরিয়া ক্রোধ বলিতে লাগিলা পুনঃ–

  • वfप्रश्नं द९जद्र ভ্ৰমিলাম বনে পুনঃ । শৈশব, কৈশোর এইরূপে আমাদে গিয়াছে কাননে । কি করিব ? জ্যেষ্ঠ এ তা ধাৰ্ম্মিক জুীল, পিতৃগুণে অলঙ্কত, না দিবে কখন জ্ঞাতিরক্তে কলুষিতে পবিত্ৰ বস্থধা ।

يريد