পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । షిఫిషి পুরব উত্তর প্রান্তে, শিল কক্ষে এক নিবিড় নিশীথে, ঘন নিবিড় কাননে, বসিয়া দুৰ্ব্বাস ঋষি ধ্যানে নিমগন । ক্ষতি দুরারোহ কক্ষ ; স্বভাব-হজিত বিশাল প্রস্তর খণ্ডে" প্রবেশের দ্বাপু সঙ্কীর্ণ সঙ্কটময় বিবরের মত । ব্যান্ত্রের বিবর ভাবি বনচর কেহ দিবসে ও কন্তু নাহি আসিত নিকটে ; ইদানীং বিধুমিত দেখি কক্ষদ্বার, o, অপদেবতার ভয়ে, দিবা দ্বিপ্রহরে, হয়েছিল বনস্থলী মানববর্জিত । লে কক্ষে দুর্ক{সা ঋষি বসিয়া একাকী চিন্তামগ্ন ; কুঞ্জপূষ্ঠ, ক্ষুদ্র কলেবর ঘোর কৃষ্ণ-কক্ষতলে শিলাখণ্ড নে ! একটি অনলশিখা, সন্মুখে তাহার থেলিতেছে কক্ষতলে, সপঞ্জিহা মত,-- ইন্ধৰ-বিহীন অগ্নি —জলিয়া নিবিয়া ছায়াবুজি মত, ক্ষীণ আলো অন্ধকাস্ত্রে করিয়া ভীষণ কক্ষ দ্বিগুণ ভীষণ । ভৌতিক অনলক্রীড়া চাহিয়া চাহিয়া জলিতেছে কেটি পুস্থ যুগল নয়ন, ভুজঙ্গের নেত্ৰ মত বিষাক্ত উজ্জল । বলিতে লাগিলা ঋষি-“দেব, বৈশ্বানর ! এই গিরি-কেটরেতে মূৰ্ত্তিমান তুমি ; কহ, দেব, গেন বোৰে করিল পাপিষ্ট শিষ্যের সম্মুখে মম এত অপমান । ।