পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । । ass ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব যাবে রসাতল সহিব কেমনে তাহা ? যেই ব্ৰহ্মতেজে, হে তাত পরশুরাম ? করিলে ভারত একাক্রমে নিঃক্ষত্রিয় একবিংশ বার, রাহ্মণের সেই তেজ গেছে কি নিবিয়া ? নাহি ভুজবল সত্য ; কিন্তু বুদ্ধিবলে ব্রাহ্মণের অধিপত্য করিব রক্ষণ “ অচল অটল, এই রৈবতক মত ।” নীরবেতে অস্তমনা থাকি কিছুক্ষণ কহিলা "হইল নিশি দ্বিতীয় প্রহর । আসিল না তবে বুঝি ?” কক্ষের দুম্বারে শুনি শুষ্কপত্র-শব্দ মুদিয়া নয়ন বসিল কৃত্রিম ধ্যানে। বহুক্ষণ পরে কহিলা বিরক্ত কণ্ঠে-“এখন স্ত কই আসিল না "নীচ জাতি অনার্য্য অধম ভাঙ্গিল প্রতিজ্ঞ বুঝি। মহামূখ আমি হেন ইতন্ধের কথা-সলিলের লেখা,— । করেছি বিশ্বাস । মনে করিয়াছি স্থির এই ভগ্ন কাঠে সিন্ধু করিতে লঙ্ঘন উত্তালতরঙ্গপূৰ্ণ ” আৰার সে শৰ । আঁবার ভেমতি ধ্যানে বসিলা কুৰ্ব্বাসী ; বহিলেন বহুক্ষণ –আসিল না কেহ । এই বারো বন্যজন্তু-পদ-সঞ্চালন কক্ষদ্বারে শুষ্ক পত্রে । এবার ঋষির । ক্ৰোধ মহসিন্ধু ধৈর্য্য বালির বন্ধন । নিল উড়াইয়া, বেগে ত্যজিয়া আসল ।