পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । * a বুঝিলাম্ব এত দিনে। নীচ সৰ্প মত লুকায়ে নিবিড় বনে, পৰ্ব্বত-গহবরে, দংশিবিরে তুই নীচ তস্করের মত নিদ্রাতুরে, অসতর্কে । সাজিবেকি তোরে এই বীরত্ৰত, এই বীরের উদ্যম ?” কক্ষদ্বার পানে ক্রোধে চাহিয়া চাহিয়া—সু "সিলিনা • আসিলিনা ? শাসিলিন তুই ? ভাঙ্গিলি প্রতিজ্ঞ তোর, ক্রুদ্ধ ব্যাঘ্র মত। এক লম্ফে পড়ি তোর পক্ষের উপরে,} হৃদয়শোণিত তোর না করিব পান যত দিন, না জুড়াবে এই ক্রোধ মম ; ততদিন নহে ਕੋਸ਼ দুৰ্ব্বাস আমার ” কি শব্দ আবার । ত্রস্তে উঠি, ভুলি ব্যথা, ছুটিলা আসনে, ত্রস্তে বসিলা সে ধ্যানে । একটি মানবমূৰ্ত্তি ধীরে ধীরে ধীরে প্রবেশিয়া কক্ষার, ধীরে ধীরে ধীরে দাড়াইল ঋষিপাশ্বে,-শৈল কক্ষে যেন দৃঢ় শৈলস্তন্তু এক হইল স্থাপিত ৷ বর্ণ কৃষ্ণ, দেহু খৰ্ব্ব, বলিষ্ঠ শরীরে স্থানে স্থানে মাংসপেশী উঠিছে ফাটিয়া । স্থল অঙ্গ, স্থল নাসা, স্থল শুষ্ঠাধর, । নেত্র ক্ষুদ্র সমুজ্জল ! ব্যান্ত্রের মতন কি যে এক বিভীষিক মুখভঙ্গিমায় । গাম্ভীর্য্যের সনে যেন রহেছে মিশিয়া, দেখিলে হৃদয়ে হয় ভীতির সঞ্চার । কটি বন্ধ রক্তবালে ; ক্ষুদ্র রক্তবাসে