পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অবরিয়া বাম ভূজ শোভে উত্তরীয় । পৃক্তবাসে বিমণ্ডিত মস্তক উপরে শোভে বেণীবদ্ধ বেশ উষ্ণীষের মত । চাহিয়া চাহিয়া সেই অগ্নিশিখা পানে --আশ্চৰ্য্য, অদৃষ্টপূৰ্ব্ব, অযোনিসম্ভব – ঈষৎ কঁপিল সেই নিৰ্ভীকহৃদয় । । “কেমনে জ্বলিছে অগ্নি নিবিছে কেমলে,”— ভবিল সে মনে,-“কিছু বুঝিতে না পারি। পড়িয়াছি আমি কোনো অপদেবতার নিদারুণ ছলনায় ; কে দেখেছে কোথা পাষণে জ্বলিতে অগ্নি ইন্ধনবিহীন । নহে মিথ্যা তৰে এই বিবরের কথা শুনিয়াছি যাহা,”–শিপা নিবিল হঠাৎ, আবার তাহার বুক উঠিল বণপিয়া, সেই ঘোর অন্ধকারে । আবার যখন জলিল”সে অগ্নি, ধীরে ধ্যানান্তে দুৰ্ব্বাস চাহি আগস্তুক পানে হাসিলা ঈষৎ । হাসি ।-কেন এই হাসি ? আরো ভয় মনে হইল সঞ্চার তাহে । ভাবিল সে মনে হালিতেছে করায়ত্ত দেখিয়া আমায়। মহাদেব ! মহাদেব-কম্পিত হৃদয়ে লাগিল জপিতে। ধীরে উঠিয়া চুব্বাসা দাড়াইয়। কক্ষদ্বারে, অতি সাবধানে বহুক্ষণ সসলেহে দেখিলা বাহিরে, , শুনিলা নীরবে স্থির প্রৰণ পাতিয়া । ফিরিয়া আসনে পুনঃ ঈষৎ হাসিয়া ।