পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেবতক কাব্য i bس e ** দেবকীর গর্ভে যেই জন্মিবে কুমার করিবে বিনাশ তারে ; বিনাশিতে শিশু সসত্ত্বা ভগিনীপুরী রাখিয়াছে ঘেরি সশস্ত্র অসুরদলে দিবস যামিনী । নিরাশ্রয় বস্তুদেব মাগিল! আশ্রয়। কৌশলে প্রহৱিগণে করি প্রতারিত, অপহৃত শিশু এক রাখিয়া কৌশলে, হরিলেন পিতা সন্ত:প্রস্তুত কুমার ! ভাদ্র মাস কৃষ্ণাষ্টমী, নিবিড় রজনী । নিবিড় জলদাচ্ছন্ন নিশীথ গগন ; নিবিড় তিমিরাচ্ছন্ন মথুরা নগরী। ঘন বর্ষিতেছে মেঘ, স্বনিছে পরন রহিয়া রহিয়া ঘন ; বিদারি তিমির দৃপ্ত অগ্নি-শররাশি ছুটছে বিজলী। উত্তল তরঙ্গে পূর্ণ যমুনাহদয়, বিগেড়িত, বিঘোষিত, ভূতনাথ যেন উন্মত্ত ভীষণ নৃতো ভূতগণ সহ, যুতিক্ৰমি বহু কষ্টে, প্রবেশি গোকুলে, অপহৃত সেই শিশু আমিগ রাখিয়া —বসুদেব পুত্রহীন নন্দের আলয়ে । কিরূপে সহায়ে মম প্রথম যৌবনে বিনাশি কংসের বীর সেনাপতিচয়, আক্ৰমি মথুরা, কৃষ্ণ কংসে বিনাশিলশুনিয়াছ খৰি সেই বীরত্ব-কাহিনী। । দুৰ্ব্বাস। গুনিয়াছি আমি সেই বীরত্বকাহিনী বস্ত্র-চুরি, জলস্থলে সতীত্ব-বিনাশ ।