পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাসুকি । দুৰ্ব্বাসা । না থাকিত যদি, যথা প্রবল সলিলে মিশিয়া সলিল ক্ষুদ্র হয় বর্ণহীন, হইত অনার্যাজাতি বিলুপ্ত তেমন । নবীন ধৰ্ম্মের এই তরঙ্গে যখন জাতীয় ধৰ্ম্মের রেখা নিবে উড়াইয়া, হবে কিবা পরিণাম পার কি বুঝিতে ?— এক কৃষ্ণ, এক ধৰ্ম্ম সমস্ত ভারতে ; জুই জাতি,—প্রভু, দাস । প্রভু ক্ষত্রিয়ের ; দাস বৈশু, শূদ্র, আর পতিত এাহ্মণ । নিষ্পেষণী যন্ত্রে যথা করে নিম্পেষিভ দুই শিলামধ্যস্থিত তণ্ডুলনিচয়, আইস ব্রাহ্মণ আর অনাৰ্য্য শিলায়, মধ্যস্থ ক্ষত্ৰিয় জাতি পিষিয়া তেমন নূতন ভারত রাজ্য করিব স্বজন । । তোমরা অনার্য্য জাতি যুদ্ধব্যবসায়ী, মছে ভীত রণে বনে অস্ত্রসঞ্চালনে । লও ক্ষত্রিয়ের স্থান, হইলে চালিত ব্রাহ্মণের মন্ত্রণায় অনার্য্যের অসি ; . ব্রাহ্মণ মস্তিষ্ক সহ, হইলে মিশ্রিত অনার্য্যের ভুজরল ; হইবে নিহত বৰ্ব্বর ক্ষত্রিয় জাতি তৃণরাশি মত। পরিবে কি নাগরাজ ? পাবিৰ । পরিবে ? : আইস তবে, অগ্নি সাক্ষী করি এই মহাসন্ধি জাজি কবি স্থাপন ।