পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । !94 سر কালীদহ সম আলুলায়িত কুন্তল । পড়িল তরঙ্গ খেলি অ ধারি ভূতল । অ ! দেও অনুমতি, কল-কমল যুগল বন্ধন হইতে, ভদ্রা, করি বিমোচন । কে দিবে "উত্তর ? বালিকার অৰসন্ন প্রাণে ধীরে ধীরে, ক্লান্ত বিশ্বে প্রদোষের ছায়ার মর্তন, স্বকোমল নিদ্রা যেন করিছে প্রবেশ ! ভদ্রা ভাবিতেছে মনে—“দেবি বসুন্ধরে : তোমার হৃদয়ে মাত লুকাও আমায় :সেই নিরাশ্রিত ক্ষুদ্র লাবণ্যের লতা নিপতিত, অদ্ধহস্তা, কেশ অন্ধকারে,— মুহূৰ্ত্তেক ধনঞ্জয় হেরিল নীরবে অচলম্বদয়ে। জীয় পাতি ভূমিতলে বসি পার্শ্বে ; ধীরে—ধীরে বদ্ধকরুদ্ধয় লইল আপন করে ; মধুর পরশে কি এমৃত উভয়ের শিরায় শিরায় বহিতে লাগিল ধীরে,-স্রোত জোছনার ! নিবিল মধ্যাঙ্ক-রবি, ডুবিল সংসার । । দেখিলা উভয়ে,— কৌমুদী-মণ্ডিত এক অপূর্ব উস্তান, পুপময়, ফলময়, বৃক্ষলতারাজি আলিঙ্গিয়া পরইপরে হলে চঞ্জালোকে ছায়াহীন চঞ্জালোকে, স্ফটিকের মত, . বিভালিত স্বচ্ছ দেহ তাৰ শোভাষয় । সেই চন্দ্রকর স্থির ; সেই ফল ফুল ।