পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8b" নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ক্রমে শুক্ল তর । সেই রজত-দর্পণে রয়েছে বিম্বিত যেন বিগত জীবন । নীরবে শুনিতেছিলা,---কাকলীর স্বনে বিগত জীবন যেন হতেছে কীৰ্ত্তন। সে গোপাল, সে রাখাল, গীত সুললিত,হতেছিল যেন সেই কাব্য অভিনীত । “অদ্ভুত কাহিনী”—ধীরে ঈধং হাসিন্ধা উত্তরিলা—“সত্য পার্থ, অদ্ভুত-কাহিনী আমার জীবন । মিলি শত্র মিত্র সব করেছে অস্তুততর ; পার্থ, সৰ্ব্বশেষ করেছে অদ্ভুততম অন্ধ জনরব । কিন্তু ধনঞ্জয়, এই মহা বিশ্ব ক্ষেত্রে কি নহে অদ্ভুত বল ? অনস্ত সংসারে" অসংখ্য কুসুম মাঝে একটি কুসুম, --মুদ্রাদপি ক্ষুদ্র,—শোভা-সৌরভ-বিহীন, কোথায় যে অরণ্যের নিভূত কোণায় ফুটিয়া ঝরিছে হায় : অনন্তু নক্ষত্রে খচিত অনস্ত শুই গগনের তলে, অসংখ্য জোনাকিমাঝে, একটি জেনকি কোথায় ষে প্রস্তরের নিভৃ ও অ ধারে জ্বলিয়া নিবেছে হয় । অনস্ত জগতে সংখ্যাতীত পরমাণু, কোথা যে একটি ক্ষুদ্রতম পরমাণু রহিয়াছে পড়ি অনন্ত সিন্ধুর গর্ভে ; অনন্ত সাগরে অসংখ্য তরঙ্গমাঝে কোথায় নীরবে ক্ষুদ্র জলবিৰ এক সিন্ধু বিলোড়নে