পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । ゲ8ぶ。 ফুটিয়া মিশিছে হয় তাহার জীবন নহে কি অদ্ভুত পার্থ ! তাহারাও এই মর-জ্ঞানাতীত, এই বিস্ময় পূরিত, অনন্ত বিশ্বের অংশ ! আহো কি রহস্ত ! rএই মহাস্থষ্টিষত্রে তাঁহাঁরাও হায় ! কোনো গৃঢ় কাৰ্য্য ধ্রুব করিছে সাধিত অচিন্ত্য ; নিষ্ফল স্বষ্টি নহে বিধাতার। ক্ষীণপ্রাণ ক্ষুদ্র এক মানব হইতে হতেছে তেমতি কোনো কার্য্যের সাধন নহে যাহা,ফুদ্র নর-জ্ঞানের অধীন। ভাব যদি এইরূপ, ভাব যদি মনে, ষেই মহারঙ্গভূমে সৌর-জগতের হড়েছে অনন্তব্যাপী মহ। অভিনয় অনন্ত কালের তরে, তুমিও তথায় করিতেছ রূপাস্তরে কত অভিনয় . অমস্ত কালের তরে, আত্মগরিমায় ভরিবে হৃদয়, পার্থ। তখন তোমায়ু পতঙ্গ বলিয়া আর নাহি হবে জ্ঞান । তখন,—অনন্ত এই অভিনয়স্থানে, অনন্ত এ অভিনয়ে, তুমিও অনস্ত অভিনেতা কি অদ্ভুত মধ্যম জীবনে দাড়াইয়া এস তবে দেখি, ধনঞ্জয়, পশ্চাৎ ফিরায়ে মুখ,- দেখি ভবিষ্যৎ জীবনের ছায়া ভূত জীবন দর্পণে । দেখি তাহে জীবনের কৰ্ত্তব্যের রেখা পড়িয়াছে কোন রূপ ; জীবন-তরণী