পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । *○ 2 শোভিত মথুরাপুরী নৈবেষ্ঠের মত। ज्रदेिझक्षाकोटद्ध cबष्टि क्लिक्डौ श्नवौं শোভিত যমুনা ; দুই যুথিকা-মালার মধ্যে সুশোভিঙা,মালা অপরাজিতার । “সায়াহ্নে আবার বন হইত পূরিত স্বগভীর শৃঙ্গনাদে, বেণুর ঝঙ্কারে । শামলী’, ‘ধবলী’, ‘লালী’ ?—বলি উচ্চৈঃস্বরে ডাকিত রাখালগণ ; অসিত ছুটয়া শামী" বলী, লালী’, লইয়া বদনে অভুক্ত তৃণের গ্রাস ; ভ্রাণিত আদরে আপন রাখাল-দেহ ;– কত মনোহর সে নীরব কৃতজ্ঞতা, নিৰ্ব্বক উত্তর ! "উড়াইয়া ধূলি, ধগু-জলধর মত চলিত গম্বরে গৃহে পালে পালে পালে । মন মন গরজন ঘন হাস্ব রব, বিজুলী রাখালবাল, গোপশিশুগণ নাচাইয়া ধড়া চূড়া, পক্ষ প্রসারিত শোভিত আবদ্ধ হার বলাকার মত। আসি স্নেহময়ী মাতা যশোদ। আপনি গৃহের বাহিরে, ঝাড়ি ক্ষুদ্র কলেবর, কহিতেন—"বাছা মোর ননীর পুতুল, পড়িছে ঝরিয়া যেন গোচরণশ্রমে। ছাড়িয়া মায়ের কোল থাকিস কেমনে কণ্টক-কাননে, যাদু ? আমি অভাগিনী থাকি সারা দিন তোর পথ নিরথিয়া বৎসহীন গাভী মত| চুম্বিতেন মাতা