পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সিক্ত নেত্রে ; চুম্বিতাম মায়ের বদন —স্নেহের ত্রিদিব সেই 'সস্নেহে যেমন চুম্বে পরস্পরে পর সান্ধা সমীরণ। কত কি যে রাপিতেন তুলিয়া আদরে, থাইতাম কত কি ষে ; দুই ভাই মিলি কহিতাম কত কথা ; শুনিতে শুনিতে কতই সরল গীত, স্নেহ সম্ভাষণ, - পড়িতাম ঘুমাইয়া আনন্দে অধীর স্নেহের ত্রিদিব সেই অঙ্কে জননীয় ; "দশম সংসর যবে, যমুনার তীরে একদা মধiাহ্নে বসি ভাই দুইজন একটি বকুলমূলে, শণ ও নীল নীরে দেখিতেছি নভোনিম্ভ শান্ত নীলিমায় মধ্যাহ্ন কিরণখেলা। ক্ষুদ্র উদ্ধিগণ সুবৰ্ণ শফর মত খেলিছে কেমন সংখ্যাতীত ! অকস্মাং দেখি সম্মুঙ্গে যদুকুল-পুরোহিত গৰ্গ মহামতি । মাঞ্জিত রঞ্জত সম শ্বেত শ্মশ্র জলে শোভিতেছে, শ্বেত আলুলায়িত কুন্তলে, বিভূতিমণ্ডিত শ্বেত প্রসন্ন বদন, শারদ-জলদাৰ্বত শশাঙ্ক যেমন । শ্বেত পরিধান, শ্বেত উত্তীয় বুকে, শ্বেত মৰ্ম্মরের মূৰ্ত্তি স্থাপিত সম্মুখে । পদতলে যমুনার ৰেলা মনোহর, শ্বেত মর্শ্বরের বেদী পবিত্র নয় । দেবপ্তিযু দ্বিধভাবে চাহি মম পানে