পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"ぐ● নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আজি শুভক্ষণে আমি করিব দীক্ষিত পুত যমুনার জলে নিভৃতে দুজনে । শস্ত্রে, শাস্ত্রে, যথাবিধি করিব শিক্ষিত উভয়ে নিভৃতে ; বংস, গোপের কুমার, তোমাদের অধ্যয়নে নাহি অধিকার । এ কি ভবিষ্যদবাণী । মধ্যম জীবন যাহার নিগুঢ় তত্ত্ব বুঝিনি এখনে, শিশু গোরক্ষক তাহা বুঝিবে কেমনে ? অবগাহি যমুনার পবিত্র সলিলে, পড়ি দুই ভাই হুই চরণে ঋষির ' কfরলাম প্ৰণিপাত । পবিত্র সলিলে, চাহি আকাশের পানে গলদশ্রনীরে, করিলেন সংস্কার ; ভাই-দুই জন পাইলাম ধেন, পার্থ, নবীন জীবন । গোচারণ-অবসরে, অদূর আশ্রমে মহৰ্ষির, শিখিতাম নিভৃতে উভয়ে { নান শস্ত্র, নানা শাস্ত্র । সেই শিক্ষণবঙ্গে গুনিয়াছ ধনঞ্জয় কৈশোরে কেমনে পধিলাম অথ, বক, প্রগম্ব, পূতনা, হিংসাকারী পশু পক্ষী ; অনার্য্য তস্কর করিলাম কোন মতে কালীয় দমন,মহাপরাক্রমী নাগ, ভয়েতে যাহার গোপ গাভী না পারিও প্রমিতে কাননে নিৰ্ভয়ে, করিতে পান যমুনার জল । কিশোর বয়স যংে, পার্থ, এক দিন পশিয়াছি গোচারণে নিবিড় কাননে