পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । tyժՓ::» স্বশীতল বারিধারা স্নেহ মুধারাশি ! কেবল দুইটি শিশু না করিল পান বারিবিন্দু ! কে তাহারা ? কৃষ্ণ, বলরাম ! "একাকী নির্জনে এক তরুর ছায়ায়, একটি উপলখণ্ডে করিয়া শয়ন, চাহি আনন্তের শান্ত দীপ্ত নীলিমায়, ভাবিতেছি, জীবনের ভাবনা প্রথম,— একই মানব সব, একই শরীর, একই শোণিত মাংস, ইক্রিয় সকল ; জন্ম মৃত্যু একরূপ ; তবে কি কারণ নীচ গোপজাতি, আর সৰ্ব্বোচ্চ ব্রাহ্মণ ? চারি বর্ণ ; চারি বেদ ; দেবতা তেত্রিশ ; 'নিরক্ষম জীবঘাতী যজ্ঞ বহুতর ; জন্ম মৃত্যু ধৰ্ম্মাধৰ্ম্ম –ভাবিতে ভাবিতে হইলাম তন্দ্রাগত ! ক্রমে দিয়গুল কেট কোটী চন্দ্রালোকে উঠিল ভাসিয়া । দেখিলাম মুশীতল আলোক-সাগরে শোভিছে সহস্রদল । মৃণাল তাহার ক্ষুদ্র বসুন্ধরা শু্যামা, রয়েছে স্থাপিত অনন্ত আলোক-গর্ভে। শতদল-দল শোভিতেছে সংখ্যাতীত সবিস্তৃমণ্ডল । নয়নে লাগিল ধাধা ! দেখিলাম যেন বিরাট-মুরতি এক পদ্মে অধিষ্ঠিত । চতুভূজ, চতুর্দিক , শোভিতেছে করে শঙ্খ, চক্র, গদা পদ্ম ; শোভে সমুজ্জল কিরণ কিরীট হার কুগুল কেয়ুর ;