পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক(কাব্য। يوه سيم গোপজাতি যথা তথা, শতসংখ্যাতীত । সমগ্র মথুরাবাসী। ठ५{{* । বিনা দেবকীর । অষ্টম গর্ভের পুrrগুনেছি অমুর, অবধ্য অন্তের কংস " আমুর } 疇 কোথায় সে শিশু ? আমি । গুনিয়াছি নাগরাজ বাসুকি আপনি বুধিয়াছে লুকাইয়া । অসুৰু । ষ্ঠার পুত্র আমি । হইলাম ঐতিশ্রুত করিব না আর নাগজাতি দিলিত । কঁদিত হৃদয় উগ্ৰসেন কারাবাসে ; কঁাদিত সতন্ত বসুদেব দেবকীর মিদারুণ শোকে ;– মানব-হৃদয়-ধৰ্ম্ম, রহস্ত নিগূঢ়, " কে বুঝিতে পারে আহা ! হইলু ੇ মথুরা-উদ্ধার-ব্ৰতে ; কৰ্ত্তব্যের রেখা স্বপ্নাষ্টি দেখিলাম অঙ্কিত ছয়ে। “অমুসারি সেই রেখা, হইয়া চালিত কি অজ্ঞাত শক্তিবলে বলিতে না পারি, ভাঙ্গিলাম ইন্দ্ৰযজ্ঞ । করিমু প্রচার,‘কেবা ইন্দ্র ? বর্ষে মেঘ স্বভাবে চালিত, সঞ্জীবনী মুধারাশি ; স্বভাবে চালিত ভ্ৰমে রবি, শশী, তারা ; বহে সমীরণ। স্বভাব-নিয়ন্ত এক বিষ্ণু বিশ্বেশ্বর । ‘স্বভাবের অনুবৰ্ত্তী বিশ্ব চরাচর " গোপালন আমাদের স্বভাব মুম্বর