পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য। bళ (t করিবে কি মাচ্ছাদিত সমস্ত ভারত আ-হিমাদ্রি-পারাবার ? হুইয়া স্থাপিত ভারতসাম্রাজাগৰ্ভে ধ্বজ দণ্ড তার, পতিত ভারতবর্ষ করিবে উদ্ধার ? সে দিন হইতে সেই কিশোর গোপাল হইল সবল গোপ-আরাধ্য ঈশ্বর। সেদিন হইতে সেই ভক্তিপ্রস্রবণ বহিতে লাগিল, গোপ গোপাঙ্গনাগণ গেল ভাসি সেই স্রোতে, ভাসিলাম আমি সরল ভক্তির সেই প্রথম উচ্ছ্বাসে। “গেল বর্ষ, ধনঞ্জয় ! আসিল শরং। মেঘভাঙ্গা পৌর্ণমাসী কত মনোহর নীল যমুনার তীরে, গুণম বৃন্দাবনে। ঈষৎ ঈষৎ’হাসি আসিল যখন শরতের মুশীতল স্বচঞ্জ শৰ্ব্বরী, যুথিকা জ্যোৎস্লামাথা কাননবিতানে যুথিকা জোৎস্নারূপ গোপাঙ্গন সহ, রাসোৎসবে গোপগণ হইল মগন । বনঞ্চলে বনফুলে, ফুল্ল শতদলে, ফুল্ল যমুনার জলে, হইলা পূজিত নারায়ণ শতদল-জাসনে আসীন। বন-শোভা ফুল ফলে নবীন পল্লবে নিৰ্ম্মিত মন্দির সন্ধু ; মধ্যস্থলে তার পত্রে পুষ্পে সুসজ্জিত বেদীর উপরে পত্রে পুষ্পে মুসজ্জিত মরতি মুন্দর। মিলি নরনারী শিণ্ড মাতি সংকীৰ্ত্তনে