পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

輸 রৈবতক কাৰ্য । bళ\న জ্যোৎস্না অতপে রুণ ভুজ শরাসন ; আবির কুঙ্কম শর উভয়ে বর্ষণ করিতেছে অবিরল। কভু বামীগণ করিতেছে পলায়ন,মানি পরাভব,— নিবিড় কুন্তল মেঘে, মেঘনাদ মত, বিদ্যুৎ বরণ ঢাকি ; উচ্চ হস্তধ্বনি বাজিছে বিজয়-শঙ্খ পূরিয়া কানন। পীর সমীরণে ধীর যমুনার নীরে, বহিছে সঙ্গীতশ্রেত রহিয়া রহিয়া । কেহ নাচে কেহ গায়, শাখায় শাখায় তুলিতেছে নর নারী বিচিত্র দোলায় শত শত ; দুলিতেছে বাসন্ত অনিলে * জীবস্ত কুমুমগুচ্ছ ; কুম্মদোলায় দোলাইতে বনমালী সাজয়ে আমায় স্বমধুর সংকীৰ্ত্তনে নাচিয়া নার্টিয়া ববুধিয়া মুবাসিত আবির কুঙ্কম, অজস্র ধারায়, প্রেমে ধিবশ অধীর । বহিছে যমুনা প্রেমে, হাসিছে জ্যোৎস্না, হাসিতেছে বৃন্দাবন প্রেমে ফুল্লমনা । প্রেমে উচ্ছ্বসিত সেই আনন্দ-কাননে আসি ছদ্ম গোপবেশে নাগ শত শত, সেই উৎসবের স্রোত করিল বর্ধন দিবানিশি ধীরে ধীরে । গভীর নিশীথে নাগ-গোপ-সেনা দশ সহস্ৰ তুৰ্জ্জয়, ধীরে ষমুনার মত বহিল নীরবে নিদ্রিত মথুরা পানে ; হইল সঞ্চিত