পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه به سوا নবীনচন্দ্রের গ্রন্থাবলী । নগর অদূরে ঘন নিবিড় কাননে । বাসন্তী পূর্ণিমা-নিশি পোহাল যখন, পেী হাল কংসের পাপ জীবন স্বপন । কেমনে নগরে পশি দধিদুগ্ধবাহী ছদ্ম ক্ষুদ্র সেন সহ কিশোর যুগল আক্রমিয় দুর্গার , ঘোর ভেরীনদে প্লাবিনু মথুরা দশ সহস্র সেনায় ; ভাঙ্গিলাম যজ্ঞধনু বধিলাম শেষে কংসবাজে দ্বন্দ্বযুদ্ধে ; হাসিতে হাসিতে করিলাম বিনা যুদ্ধে মথুৱাবিজয় ;– শুনিয়াছ সব্যসাচী । মুহূৰ্ত্তে তখন পশিমু বিদ্যুদবেগে কংস-কারাগারে বসুদেব দেবকীরে করিতে মোচন । অহো ! কি যে শোকবৃগু দেখিকু নয়নে । অষ্ট সস্তামের শোকে শোকাতুর মুখ অশ্রুতে অঙ্কিত, ঘোর-যন্ত্রণা-মণ্ডিত, দীর্ঘ-জটা-সমাছন্ন ! অশ্ররেখাবাহী তখনে দুইট ক্ষীণ ধারা অবিরল বহিতেছে শোকপূর্ণ কহিল বস্থিকি— বীরেন্দ্র । সম্মুখে তব জনক জননী । ‘জনক জননী মম P—মূৰ্ছি হইয়া উভয়ের পদমূলে পড়িতে ভূতলে পড়িলাম সেই স্বর্গে-হতভাগ্য আমি -- জীবনে প্রথম সেই জননীর কোলে ! "গুনিয়াছ ধনঞ্জয়, জামাতার শোকে শোকীর্ত মগধেশ্বর সপ্তদশ বার