পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়ৈবক্তক কাব্য tيجمع ومن অটল আচল সম, পরাবার পরাক্রম, ভাসাইবে সাধ্য আছে কার? জর । জরৎকারু-অহঙ্কার অতি তুচ্ছ ; ত্রিসংসার t ত্রিপদ সমান নহে তার,— ভাবিতাম পদমূলে বসি যবে বিশ্ব ভু’লে, দেখিতাম মূৰ্ত্তি প্রতিভার । সখী । এরূপে হইল গত কত কাল ? জর । স্বপ্ন মত একটি বৎসর এক পল । সখী। তার পর পরিণাম ? জর । মুখ-স্বপ্ন অবসান, আশা-মেঘ বধিল গরল । এক দিন মধুমাসে,- মধুর চাঁদনি হাসে, মাধুরী ঢালিয়া নীলিময় সরসীর নীল নীরে, ঢালিয়া মাধুরী তীরে , উপবন শুামল শোভায়। বহে সন্ধ্যানিল ধীরে চুম্বি ক্ষুদ্র উৰ্ম্মি নীরে, 'চুম্বি উৰ্ম্মি প্রাণের ভিতর। কি অজ্ঞাত উচ্ছ্বাসের, কি অজ্ঞাত নিশ্বাসের, উচ্ছ্বাসেতে পূর্ণিত অস্তুর ! এই ঘাটে এই থানে, বসি উচ্ছ্বসিত প্রাণে, –এক বৃস্তে কুমমযুগল,— কহিতে কহিতে কথা, কি যে এক কোমলতা, কিবা এক বিষাদ তরঙ্গ, মিশিতেছে ক্রমে ক্রমে সেই মুগ্ধ আলাপনে. সরোবরে মেঘছায়া যথা ।