পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । وناميبيا বক্ষে রাখি নরোত্তম, চুম্বিল ললাট মম,— চারি অশ্রু বহিল ধারায়। আকাশ পাতাল ধরা অমৃতে হইল ভরা ; { হইল অমৃত পারাবার ; > মুহূৰ্ত্ত ভরিয়া প্রাণ সখি ! করিলাম পান, দেপিলাম স্বরগ আমার ; সখি ! মুহূৰ্ত্তেক মাত্র,- 藝 t সখী ! শুনিতে শুনিতে গাত্র অমৃতে করিল মম স্নান । কি হলো মুহূৰ্ত্ত পর ? কেন র’লে নিরুত্তর ? শুনিতে আকুল মম প্রাণ। • জর । সে অমৃত পারাবার মরীচিক অবিস্কার করিলেক মুহূৰ্ত্তেক পর । জ্বলিল যে তীব্রানগ, • দহিতেছে অস্তঃস্থল, অনিৰ্ব্বাণ এই বৈশ্বনির ! * জরৎকারু —হ’লোঁ বোধ—প্ৰাণেশ্বর-কণ্ঠরোধ হলো যেন মুহূৰ্ত্তেক তরে,— *জরৎকারু । অভাগিনি –হায়রে অভাগ্য স্থামি !— এই ছিল বিধির অন্তরে ! একটি বছর আমি, যেন তব অন্তর্যামী দেখিয়াছি হৃদয় তোমার,— কি অমূল্য রত্নাধার, কি যে প্রেম পারাবার, কি তরঙ্গ উচ্ছ্বাস তাহার ! কি গুরুত্ব, কি মহত্ত্ব, বিলোড়নে কি উন্মত্ত, শাস্তিতে কি সুধার অধীর । যে রত্ন হৃদয়ে জলে, নিত্য দেহ-লতাফলে, জগতে তুলনা নাহি তার !