পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

編 রৈবতক কাব্য f و این চাহিলা বালক পানে তীব্র নয়নে দেখিলা সে মুখ শাস্ত ; শান্ত নয়ন, সরল ও স্বশীতল, উষার মতন । ত্রস্তে মৃগয়ার সজ্জা করি বীরবর নির্গত হইল, ষেন প্রভাত-ক্তাস্কর দশম সগ । 一辑一 কুমারীব্রত হেলিয়া দুলিয়, তরঙ্গ তুলিয়া, কিশোরী যাদবী কুমারী যত, অবগহি প্রাতে মন-সরোবরে, চলেছে করিতে কুমারী-ব্ৰত । হেলিয়া ছলিয়া, ওরঙ্গ তুলিয়া, যেন ফল-মালা অনিলে ভাসি, কিশোরী কুসুম মাল মনোহরণ অরুণ তরঙ্গে ছুটিছে হাসি । ফুল্ল ফুল কেহ,-ষোড়শী সুন্দরী,কেহ বা ফুটস্ক, কলিকা কেহ । কেহ বা চম্পক, কেহ বা গোলাপ,