পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য ఫిe (£ ुङ । নারায়ণ ! সেই মহাপ্রাণ তোমার, আমার জগতময় । পতঙ্গে, বিহঙ্গে, পাদপে, লতায়, • এক মহাপ্রাণ,--দ্বিতীয় নয় । সুলো । হরি । হরি । হরি । এখনকার মেয়ে, বুঝিতে না পারি, কি কথা কয় ! পাচটি তবে সোণ, মাথার উপরে ! এর পতি নাহি গণনা হয় একটিৎ,নাই কপালে আমার, অনন্তের মুখ বুঝিব কিসে । বল, পোড়ামুপি, পার্থীটিরে জল দিলি কেন । অঙ্গ জ্বলিছে বিষে । মুভ। তাহার আমার একই পরাণ, তাহার ব্যথায় ব্যথিত্ত হই । " মুলে আমি যে আকুল দারুণ তৃষ্ণায়, আমি বুঝি আর প্রাণীটি নই ? স্বভ বহিয়াছে দিদি সম্মুখে তোমার নিৰ্ম্মল সরসী পবিত্রাসার । মলো । মর পোড়ামুখি ! বিনা জলতৃষ্ণ নারীর পিপাসা নাহি কি আর ? সুভ } আছে,-ধৰ্ম্ম, পর-চুঃখ-কাতরতা, করিতে জগৎ আনন্দময় । জগতের পত্নী, জগতের মাতা, জগতের দালী, রমণীচয় । স্বলো। আমার পিপাসা প্রেমের কেবল ; আমি জানি প্রেম রমণী-প্ৰাণ ।