পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবম্ভক কাব্য మe আছে বাঁকি কিবা বিবাহ আর ? বিবাহ ! বিবাহ দুইটি হৃদয় মিলি ধৰে গঙ্গা যমুনা মত, আপন ভুলিয়া, অমৃত ঢালিয়া, চলিল হইতে সমুদ্রগত ; পতিতে প্রথম, অপত্যেতে পরে, পরে পরিজনে শতেক মুখে ; শেষে সীমা ছাড়ি, ঢালি প্রেমবারি অনন্ত প্রাণীর অনন্ত বুকে — সেই সে বিবাহ ! পত্তি পুত্র-লাভ মাত্র উপাদান, বাণিজ্য ছাৱ । হৃদয়ে হৃদয়ে মিলিয়াছে যদি, কিবা তবে উব পিপাসা আর ? স্বলে । কিন্তু যে সপত্নী— • স্বণ্ড । দেও পতি তারে থাকুক গার্হস্থ্য-কৈলাসে মুখে ! কাটিয়া স্নেহের কঠোর বন্ধন । পড় দিয়াঁ বাপ অনন্ত মুখে ! ভাব সৰ্ব্বপ্রাণী পতি পুত্র তব, পতি পুত্র তৃণ পাদপ দল ; ঢালি প্রেমবারি, পতিতে উদ্ধারি , তাপিতে জুড়ায়ে বহিয়া চল । । আননা-রূপিণী,—জন্ম বিষ্ণুপদে,— করি পত্তিশির, আনন্দময়, পড়ি পদতলে, অনন্তের কোলে, नांद्रांश्वर्ण*८न श्हेख लग्न ।