পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । 多》> কি বঙ্কিম ভুরু নয়ন কিবা । কিবা মনোহর মূগোল গঠন, মরি । মরি । কিবা উন্নত গ্রীব ! রাজহংস মন্ত দাড়ায়ে কেমন যুঝিছে গৌরবে ৎ হাসি। বিন্দু বিন্দু ঘৰ্ম্ম শোভিছে কেমন নীল উতপলে শিশির ভালি । দেখ ভদ্র দেখ !”-ভদ্রার নয়ন, যথা ধনঞ্জয় করিছে বুণ । “দেখ ভদ্রা দেখ” —মুপ ফিরাইয়া কহে স্থলোচনা ব্যাকুল-মন। : > o. দেখিলা স্বভদ্রা অদ্ভুত কৌশলে মুঝিছে বালক, তুলনা নাই । ভক্তিতে, বিস্ময়ে, ভলি হৃদয়, কাছে গিয়া ভদ্র কহিল,—“ভাই ! বহে স্রোতধারা কিশোর বদনে, রক্তধারা ক্ষত শরীরে বহে । দেও শরাসন করি আমি রণ, অস্ত্রেতে অক্ষম যাদবী নহে ।” কটাক্ষে যুবক দেখিলা ভদ্রায়,— প্রীতির প্রতিম দাড়ীয়ে পাশে । “পার্থ-প্ৰণয়িনী অস্ত্রে পরাভূখ নহে কভু, তাক জানে এ দাসে । আমি বনবাসী,—অস্ত্র আভরণ, মৃত্যু সহচর ছায়াতে রহে ।