পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

苓》8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দূরে শঙ্খধ্বনি প্লাবিয়া কানন উঠিল আকাশে জীমূতম্বন । পলাইল দস্থ্য, দেখিলা অর্জুন, সম্মুখে শ্ৰীকৃষ্ণ যাদবগণ । কিশোরী সকল মন্দির হইতে আননে ছুটিয়া আসিছে ওই ! পড়িলা সুভদ্রা কৃষ্ণের গলায়, কিন্তু কি বিস্ম, বালক কই ! "లి যতেক কুমারী বহু কণ্ঠে মিলি গাইল তাহার বীরত্ন-গান । বিস্ময়ে শুনিলা যতেক যাদব, ব্যথিত হইল পার্থের প্রাণ । বুঝিল সে শৈল, গুপ্ত শরে যুর দম্য-কর-অসি পড়িল খসি । বুঝিলা সে শৈল, অপূৰ্ব্ব কৌশলে রক্ষিল তাহার হৃদয়-শশী । ধীরে স্বলোচনা, গল-লগ্ন-বাসে, করি করষোড়, আসিয়া আগে . কহে,-“মহারাজ ! মরি কিবা রূপ ! মরিলেও তাহা হৃদয়ে জাগে ! আধখানি পতি,- যদি সত্যভামা বারেক দেথিত সে রূপরাশি, দেড় খানি পতি হইত তাহার ;– কিন্তু কাছে এই থাকিতে দাসী, প্রভুর সে বিঘ্ন হুইবে না কভু !