পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য। సెన> পৰ্ব্বত-প্রবাহ ছিল রুদ্ধ ক্ষুদ্র শৈলে ; ভেবেছিল মনে বসি মুভদ্রার পার্শ্বে প্রণত ভূতলে,— নারায়ণ-পদে করি মাত্ম-সমৰ্পণ, রহিবেন স্থির প্রত, এই রৈবতক মত ; একটি তরঙ্গে, সত্যভামা সেই তরু ফেলিল উপড়ি, দিল উড়াইয়। শিল এ কই নশ্ব:সে । 灘 ඵ් নিশ্চয় এখন তরু যাইবে ভাসিয়া, নাহি সাধা দাড়াইবে । নিশ্চয় প্রবাহ এলে যাইবে ছুটিয়া, শর সাধ্য ফিরাইবে ? হরিতে হইবে ভদ্রা-পরিণাম তার ? এইগানে জোtংস্নায় ছায়fর সঞ্চীর ।

  • অগ্ৰত কি নারায়ণ হইবেন ? তার মন জানে না কি সত্যভামা ? অসম্ভব নয় ! তাহার ইঙ্গিত আছে নাহি ক সংশয় । অথবা রমণী-প্রাণ, * 5श*जक भृर्डिंभाम তাহাতে ধে বেগবতী হৃদয় রাণীর – হলে জ্যোৎস্নায় ছায়া দ্বিগুণ গভীর ।

এইরূপে . শারঙ্গ আকাশ মত কান্ধনী-দ্বন্ধে