পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণ ! রৈবতক কাব্য : ' మ ) S § আকাঙ্ক্ষার মরীচিকা, জলস্তু পাবকশিখা, কোন কাষ অনুসারি ? ইহার ছায়ায়, , মুশীতল জ্যোৎস্নায়, সুখের স্বপন প্রায়, মানব-জীবন কি হে বহিয়া না যায় ? তবে কেন এত আশা ? • তবে কেন এ পিপাসা ? না, না,—একি মোহ মম হতেছে সঞ্চার ! জীবনে যে আছে মিশি, অৰ্দ্ধ দিবা, অৰ্দ্ধ নিশি, অৰ্দ্ধেক আতপ, অৰ্দ্ধ জ্যোৎস্না আবার ; মানব-জীবন,—চিত্র শাস্তি-পিপাসার ! & ধীরে অস্ত রূলে থাকি, করেতে অধর ঢাকি কহে স্বলোচনা -“শান্তি, আজ বড় নয় ; হও আরো অগ্রসর, অলক্ষিতে যেই ঝড় বুহিয়াছে লুকাইয়া শাস্তির ছায়ায়, । দেখিব কেমনে হাল রাখিবে তাহয় ” وي ক্রমে কৃষ্ণ ধীরে ধীরে নাড়াইয়া শয্যাশিরে চুম্বিলেন রক্তধর সরস স্থার ;