fপ্রতীক্স কুশু
ছেলেদের পড়িবার ঘর
স্বরের মধ্যস্থলে একটা টেবিল পাতা, টেবিলের চারদিকে চারখানি চেয়ার, টেবিলেৰু উপর দোয়াত কলম বই খাতা ইত্যাদি ছড়ান। ঘরে কয়েকটি মাত্র ছবি ক্যালেওর ইত্যাদি । একটি র্যাকে কয়েকটি পাঠ্যপুস্তক। অতুল ও হরিচরণ চেয়ারে বসিয়াছিল। উভয়কে দেখিয় মনে হয়, বিশেষ চিস্তিত। অতুলের পরণে ফুল-প্যান্ট হাফ-সার্ট। হরিচরণের পরণে আধময়লা কাপড় জামা ।
হরিচরণ। হাজার হোক ছোট খুড়িমা জামাদের গুরুজন, উনি
যদি বকেই থাকেন, তাতে কী আর আমাদের রাগ করতে আছে ?
অতুল। ও । ভারি তো খুড়ি ! ও কি আমাদের আপনার
খুড়ি নাকি ?
হরি। উনি আমাদের আপনার খুড়িই তো ।
অতুল। তুমি কিছু জান না হরিদা। ছোট কাকা হচ্ছে—বাবা জেঠমশায়ের খুড়তুতো ভাই। দয়া করে ওঁরাওকে ঐ বাড়ীতে থাকতে দিয়েছেন তাই ।
হরি। ছিঃ ! ও সব কথা বলতে নেই অতুল।
অতুল। না। বলবে না বৈকি ? আমি কারো ধার ধারি না বাবা। এ শৰ্ম্ম অতুলচন্দ্র রেগে গেলে ছোট খুড়ি টুড়ি কাউকে কেয়ার করে না ।
হরিচরণ চারিদিকে সস্তপণে চাহিয়া ৰলিল ।
হরি। অবশ্য রেগে গেলে আমিও করি না ।
পাতা:নিষ্কৃতি নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
