পাতা:নৈবেদ্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

প্রতিদিন আমি হে জীবনস্বামী,
দাঁড়াব তােমারি সম্মুখে।
করি জোড়কর হে ভুবনেশ্বর,
দাঁড়াব তােমারি সম্মুখে।

তােমার অপার আকাশের তালে
বিজনে বিরলে হে,
নম্র হৃদয়ে নয়নের জলে
দাঁড়াব তােমারি সম্মুখে।

তােমার বিচিত্র এ ভবসংসারে
কর্মপারাবার-পারে হে,
নিখিল-জগত-জনের মাঝারে
দাঁড়াব তােমারি সম্মুখে।

তােমার এ ভবে মোর কাজ যবে
সমাপন হবে হে,
ওগো রাজরাজ, একাকী নীরবে
দাঁড়াব তােমারি সম্মুখে।