পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * * . -

  • পণ্ডি মশাই দুঃখ ছয়ে থাকে, ঠাকুরাবকে বাড়লে “ੇ, তার পরে তোমার যা মুখে জাসে, তাই বলে আমাকে গাল দিয়ে ; তোমার দিব্যি করে বলুচি o কথাটি কব না। • .

মেয়ের স্বতীক্ষ শরের মুখে, মা বুঝিলেন, যুদ্ধ এ ভাবে আর অধিকদূর অগ্রসর হইলে তঁহারই পরাজয় হইবে, কণ্ঠস্বর নরম করিয়া বলিলেন, সেথানে পাঠিয়ে দিলেই বা, তারা ঘরে নেবে কেন ? তোর চেয়ে আমি ঢের বেশি জানি ব্রজেশ্বরী, আর তারা ওর কেউ নয়, বৃন্দাবনের সঙ্গে কুমুমের কোন সম্পর্ক নেই। মিথ্যে আশা দিয়ে ওক তুই নাচিয়ে বেড়াস্ নে, বলিয়া তিনি প্রত্যুত্তর না শুনিয়া করিয়া চলিয়া গেলেন । s কুসুম শুষ্ক পাণ্ডুর মুখখানি উচু করিতেই ব্রজেশ্বরী জোর দিয়া বলিয়া উঠিল, মিথ্যে কথাবোন, মিথ্যে কথা। মাজেনে শুনে ইচ্ছেকুৱে মিথ্যে কথা বলে গেলেন, আমি মেয়ে হয়ে তোমার কাছে স্বীকার N་། আচ্ছ এখনি আসচি আমি, বলিয়া কি ভাবিয়া ব্ৰজেশ্বরী দ্রুত ঘর ছাড়িয়া চলিয়া গেল। • অবস্থা ভাল হইলে যে বুঞ্জিও ভাল হয়, কুঞ্জ তাহা সপ্রমাণ কহিল। পত্নী ও ভগিনীর সংযুক্ত অতুরোধ ও আবেদ কে কৰ্ত্তব্যে বিচলিত করিল না । সে মাথা নাড়িয়া বলিল, সে হতে * ! भीं না বললে আমি চরণকে এখানে আনতে পাৰি নে ? ব্ৰজেশ্বরী কহিল, অন্ততঃ এখবার গিয়ে দেখে এসে ৷ কেমুন "াছেন । 3 نه. কুঞ্জনাথ চোখ কপালে তুলিয়া বলিগ, প - ধ -বিশটা রোজ মরচে সেখানে । তবে কোন লোক পাঠিয়ে দাও, খবর আয়ুক।