পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~പ്പ ত্রয়োদশ পরিচ্ছেদ তা হতে পারে বটে। বলিয়া কুঞ্জ লোকের সন্ধানে বাহিরে চলিয়া গেল । পরদিন সকালে কুসুম স্নান করিয়া রন্ধনশালায় প্রবেশ করিতে যাইতেছিল, দাসী উঠান ঝাঁট দিতে দিতে বলিল, মা বারণ করলেন দিঠিাকরুণ, আজ আর রান্নাঘরে ঢুকে না। কথােটা শুনিয়াই তাহার বুকের ভিতরটা কঁপিয়া উঠিল। সেইথানে থমকিয়া দাড়াইয়া সভয়ে বলিল, কেন ? . সে ত জানি নে দিদি, বলিয়া সে নিজের কাজে মন দিল । ফিরিয়া আসিয়া কুমুম অনেকক্ষণ নিজের ঘরে বসিয়া রহিল। অন্য দিন-এই সময়টুকুর মধ্যে কতবার ব্রজেশ্বরী আসে যায়, কিন্তু আজ তাহার দেখা নাই। বাহির হইয়া একবার খুজিয়াও আসিল, কিন্তু কোথাও তাহার সাক্ষাৎ মিলিল না । সে মায়ের ঘরে লুকাইয়া বসিয়াছিল, কারণ এ ঘরে কুসুম আসে না, তাহা সে জানিত । প্রত্যহ উভয়ে একত্রে আহার করিত, আজি সে-সময়ও যখন উত্তীর্ণ হইয়া গেল, তখন উদ্বেগ, আশঙ্কা, সংশয় আর সহ করিতে না পারিয়া সে আর একবার ব্রজেশ্বরীর সন্ধানে বাহিরে আসিতেছিল, মা । স্বযুখে আসিয়া বলিলেন, আর দেরি করে কি হবে বাছ, যা ও একটা ভুব দিয়ে এস, এ বেলার মত যা হোক মুখে দাও—তে মার দাক ঠাকুর বাড়িতে মত জানতে গেছে । * - কুসুম মুখ তুলিয়া জিজ্ঞাসা করিতে গেল, কিন্তু মুখের মধ্যে জিহবা কাঠের মত শক্ত গুইয়। রহিল । * তখন মা নিজেই একটু করুণ সুরে বলিলেন, ব্যাটার বেী যখন, তখন ব্যাটার মতই অশৌচ মানতে হবে । যাই হোক, মাগি দোষে গুণে ভাল মানুষই ছিল। সে দিন আমার ব্রজেশ্বরীর সম্বন্ধ করতে এসে কত কথা !