পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 - পণ্ডিতমশাই না করিয়া সে যদি সহজে গিয়া স্বামীর ঘর করিতে পাইত, হয় ত এমন করিয়া তাহার সমস্ত দেহ মন দাদার অনুরোধ ও পীড়াপীড়ির বিরুদ্ধে বাকিয়া দাড়াইত না ; কিন্তু ঐ যে আবার কি সব করিতে হইবে, রকমারি বেষ্টিমের দল আসিয়া দাড়াইবে, তাহার মায়ের মিথ্যা কলঙ্কের কথা, তাহার নিজের বাল্যজীবনের বিস্তৃত ঘটনা, আরও কত কি ব্যাপারের উল্লেখ হইবে, চেচামেচি উঠিবে, পাড়ার লোক কৌতুহলী হইয়া দেখিতে আসিবে, তাহার সঙ্গিনীদের সকৌতুক দৃষ্টি বেড়ার ফাক দিয়া নি:সংশয়ে উকিবুকি মারিবে, শেষে ঘরে ফিরিয়া গিয়া সোজা ভাষায় হাসিতে হাসিতে বলিবে, হাড়ি-ডোমের মত কুসুমেরও নিকা ইয়া গেল। ছি ছি, এ সব মনে করিলেও সে লজ্জায় কণ্টকিত হইয় উঠে। যে সব ভদ্রকন্তাদের সঠিত সেও লেখাপড় শিথিয়াছে, একসঙ্গে এক ভাবেই এত বড় হইয়াছে, দরিদ্র হইলেও আচার ব্যবহারে তাহীদের অপেক্ষা সে যে ছোট—এ কথা সে মনে ঠাই দিতেও পারে না । কাল সন্ধ্যায় দাদার সহিত কুমুমের কলহ হইয়াছিল, রাগ করিয়া কাঠের সিন্দুকের চাবিট। সে দাদার পায়ের কাছে ছুড়িয়া ফেলিয়া দিয়া, সরোযে বলিয়াছিল যে, আর সে সংসারের কিছুতেই থাকিবে না । , আজ প্রভাতে, নদী হইতে স্নান করিয়া ফিরিয়া দেখিল, দাদা ঘরে নাই, চলিয়া গিযাছে। তাহার ধামটি নাই। কুসুম মনে মনে একটু হাসিয়া বলিল, কাল বকুনি খেয়েই দাদা আজ ভোরে উঠে পালিয়েচে । কল্যকার ক্রটি সারিয়া লইবার জন্তই সে যে পলাইয়াছে, তাহা সত্য বটে । ১ম্ভ কুসুম যাহা অনুমান করিল, তাহা নহে-সে ক্রটি আ একটা ; খানিক পরেই তাহা প্রকাশ পাইল । কুসুমকে প্রত্যহ অতি প্রত্যুষে উঠিয়া গৃহকৰ্ম্ম করিতে হইত। ঘর