পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ . - Ꮌ ☾ দুয়ার গোময় দিয়া নিকাইয়া, ক্ষুদ্র প্রাঙ্গণটি পরিষ্কৃত পরিচ্ছন্ন করিয়া, নদী হইতে স্নান করিয়া জল আনিয়া, তবে দাদার জন্ত রাধিয়া দিতে হইত। কুর ভাত খাইয়া, ফেরি কয়িত্ব বারি ইগ গেলে সে পৃষ্ঠা আহ্নিকে বসিত। যে দিন কুঞ্জ না থাইয়া যাইত, সে দিন দ্বিপ্রহরের মধ্যেই ফিরিয়া আসিত। তাহার এখনও অনেক দেরি মনে করিয়া । কুসুম ফুল তুলিতে লাগিল ! উঠানের একধারে কয়েকটা ফুলের গাছ, গোটা-কয়েক মল্লিকা ও যুঁই-এর ঝাড় ছিল, ইছারাই তাঙ্গার নিত্য-পূজার ফুল যোগান দিত। ফুল তুলিয়া, সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া লইয়া, সবে মাত্র পূজায় বসিয়াছে—এমন সময়ে সদরে কয়েকখানা গোযান " আসিয়া থামিল এবং পরক্ষণেই একটি প্রৌঢ় নারী কপাট ঠেলিয়া ভিতরে আসিয়া দাড়াইলেন। ক্ষণকালের নিমিত্ত উভয়েই উভয়ের দিকে চাহিয়া রহিল। কুসুম ইহাকে আর কখনও দেখে নাই ; কিন্তু নাকে তিলক, গলায় মালা দেখিয়া বুঝিল, যেই হন, স্বজাতি । প্রৌঢ় কাছে আসিয়া, হানিমুখে বলিলেন, তুমি আমাকে চেন না মা ; তোমার দাদা চেনে। কুঞ্জনাথ কই ? কুসুম জবাব দিশ, তিনি আজ ভোরেই বাইরে গেছেন। ফ্লিতে বোধ করি, দেরি হবে। e আগন্তক বিস্ময়ের স্বরে বলিলেন, দেরি হবে কি গো! ফল যে তার ভগিনীপতিকে, আরো চার-পাচট ছেলেকে—তারাও আমাদের আপনার লোক—সম্পর্কে ভাগ নে হয়—সবাইকে খেতে বলে এলো— আমিও তাই, আজ সকালে বল্লুম, বৃন্দাবন, গরুর গাড়াটা ঠিক কুর আনতে বলে দে বাছা; যাই, আমিও বোমাকে একবার দেখে আশীৰ্ব্বী করে আসি । s:x * কথা শুনিয়া কুষম স্তম্ভিত হইয়া গেল, কিন্তু পৰ্ব্বক্ষণেই নিজেক্সে - می ب۱۳،