পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- go گوه ۹ نه : g * گاهی - - তৃতীয় পরিচ্ছেদ ッ。 २९ বৃন্দাবনও নিঃশব্দে হাসিতে লাগিল । • মা বলিলেন, শুনলুম, বোমাকে সে ভারি ভয় করে—বড় ভাই হয়েও ছোট ভাইটির মতই আছে। এক-একজন রাশভারি শহয় আছে বৃন্দাবন, তাদের ভয় না ক’রে থাকুবার যে নেই—তা বয়সে বড়ই হ'কৃ আর ছোটই হ’ক । আমার বেীমাও সেই ধাতের মাম্য-শস্ত, অথচ শক্ত। এমনি মাতুযই আমি চাই, যে ভার দিলে ভার সইতে পারবে } তবেই ত আমি সংসার ছেড়ে নিশ্চিস্ত হয়ে একবার বেরিয়ে পড়তে পারব । ক্ষণকাল চুপ করিয়া তখনি বলিয়া উঠিলেন, একটি দিনের দেখায় তাকে কি যে ভালবেসেচি, তা আমি তোকে মুখে বলতে পারব না— সারা সন্ধ্যে-বেলাটা কেবল মনে হয়েছে, বস্তক্ষণে ঘরে নিয়ে আসব, আবার কতক্ষণে দেখব । - বৃন্দাবনের মনে মনে লজ্জ করিতে লাগিল, সে বাট চাপ দিবার অভিপ্রায় বলিল, কুক্কুদ্রার কথা কি বলছিলে মা ? মা বলিলেন, হুঁ, তার কথা । বোমাকে নিয়ে আসার আগে কুঞ্জনাথকে সংসারী করাও আমার একটা কাজ ! কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ী আনতে বলে দিম, আমি একবার নলডাঙ্গায় ধাৰ । ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার’ বেশ পছন্দ হয় ; দেখতে শুনতেওঁ মন্দ নয়, তা ছাড়া— 0. কথাটা শেষ হইবার পূৰ্ব্বে বৃন্দাবন হীি বলি, তা ছাড়া ঐ এক মেয়ে, বৈরাগও কিছু বিষয়-আশয় রেখে মরে্চ, না মা ? & মা-ও সিলেন । বললেন, সে কথা সঁতু বছি। কুঞ্জর ਾਂ so সব চেয়ে দরকার। নইলে বিয়ে করলেই ত হয় না, &ত পরতে দেওয়া চাই। আর মেয়েটিই বা মন্দ কি বৃন্দাবন, একটু কল, কিন্তু মুখস্ত্র আছে । যাই হোক, দেখি কাল কি করে আসতে পারি } -ہ