পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o - পণ্ডিতমশ 'ா রূপ ধরে না । যেমনই গুণ, তেমনই কৰ্ম্মপটুতা, আবার ঃে পড়াও জানে। খুব বড়লোকের ঘরেও বোধ করি, তাহাকে বে-মা দেখাইতু না । এদিকে বৃন্দাবনের বাপ মরিয়াছে, দ্বিতীয় স্ত্রী মরিয়াছে ; তাঃ বয়সও পচিশ-ছাব্বিশের অধিক নয়। এখন সে কুসুমকে ফিরিয়া গ্র করিতে চাহে । সে কুঞ্জকে পঞ্চাশ টাকা নগদ, পাচ জোড়া ধুতি-চী এবং কুমুমকে পাচ ভরি সোনা ও একশ ভরি পপার অলঙ্কার f স্বীকৃত। দুঃখী কুঞ্জনাথ লোভে পড়িয়াছে। তাহার বড় ইচ্ছা কু সম্মত হয় ; কিন্তু কুসুম সে কথা কানেও তোলে না। কেন স্থা বলিতেছি –ইহণদের বাপ-মা নাই। ভাই-বোন যে দুখানি ক্ষুদ্র কুট i , করে, তাহা গ্রামের ব্রাহ্মণপাড়ার ভিতরেই। শিশুকাল হইতে .কুসুম ব্রাহ্মণ-কম্বাদের সঙ্গেই বাড়িয়া উঠিয়াছে, একত্রে হর পঞ্জিী :ঠশালে পড়িয়ছে, খেলাধুলা করিয়াছে। আজিও তাচারাই তা সঙ্গী-সাথী। তাই এই সব প্রসঙ্গেও, তাহার সৰ্ব্বাঙ্গ ঘুণায় o শিহরিয়া উঠে। ম্যালেরিয়া এবং ওলাউঠা-প্ৰপীড়িত বঙ্গদেশে বিহইতে বিলম্ব হয় না। তাহার বাল্য-সখীদের অনেকেই, তাছার ম৷ হাতের নেয়া ও দিঘীর দিন্দুর ঘুচাইয়া, আবার জন্মস্থানে क्षि:ि আসিয়াছে; ইহার কেহ তাহার মকর-গঙ্গাজল, কেহ সই মহাপ্রস... ছি, ছি, দাদার কথায় সম্মত হইলে, এ কালামুখ কি ইহ সম ত43 গ্রামে সে দেখাইতে পারবে ! - কুম কহিল, দিদি, রাজী হ। ধরতে গেলে বৃন্দাবনই তো আধু বর। - কুমুম অত্যন্ত রাগিয়া জবাব দিল, আসল নকল বুঝি ( দা , গু{ বুঝি আমি বিধবা। কেন ? একি কুকুরবেরাল পেয়েছ যে, যা-ইে