পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ 8○ ঘৃণায় তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। ছি ছি, এ সব কথা যদি উারা শুনিতে পান ! শুনিলে, প্রথমেই তাঙ্গদেয় মনে হইবে, এই দুটি ভাই-বোন এক ছাঁচে ঢালা ! - - মিনিট-কুড়ি পরে নূতন জুতার মচ মচ, শব্দ শুনিয়া কুসুম বাহিলে অসি জিজ্ঞাসা করিল, কবে ফিয়বে ? কাল সকলে । আমাকে বাড়িতে এক ফেলে রেখে যেতে তোমার ভয় করে না ? লজ্জা হয় না ? কেন, এখানে কি বাঘ ভালুক আছে তোকে খেয়ে ফেলবে? আমি i i o ! # সকালেই ত ফিরে আসব, বলিয়া কুঞ্জ শ্বশুরবাড়ি চলিয়া গেল । • *. কুসুম ফিরিয়া গিয়া জ্বলন্ত উনানে জল ঢালিয়া নয়। বিছানায় আসিয়া গুইয়: পড়িল । W. সপ্তম পরিচ্ছেদ অতুতপ্ত দুস্তুতকারী নিরুপায় হলে ধেমন করিয়া নিজের অপরাধ স্বীকার করে, ঠিক তেমনি মুখের চেহারা করিয়া' বুন্দাবন জননীর কাছে আসিয়া বলিল, আমাকে মাপ কর মা, হুকুম দাও আমি খুঁজে পেতে তোমাকে একটি দাসী এনে দিই । চিরকাল এই সংসার ঘাড়ে নিয়ে তোমাকে সারা হয়ে যেতে আমি কিছুতেই দেব না। মা ঠাকুর-ঘরে পূজার সাজ প্রস্তুত করিতেছিলেন; মুখ তুলিয় বলিলেন, কি কবি ? তোমার দাসী আন্ধ। যে চরণকে দেখবে, তোমার লেবু করবে, আবখক হলে এই ঠাকুর-ঘরের কায করতেও পারবে—হুকুম দেবে ত কুসুম আর কথা কহিল না, ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। লজ্জায় .