পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ¢Y -সেবা নিখুঁত করিয়া সম্পন্ন করিলেন। এই দুটি ব্যাপারের সমতু%ায়োজন সঙ্গে করিয়াই আনিয়াছিলেন । ছোট আর্শিটি পর্যন্ত ভুলিয়া আসেন নাই , - কুসুম নিত্য পূজা সারিয়া রীতি বসিয়াছিল, তিনি কাছে আসিয়া দিলেন। এদিক ওদিক চাহিয়া একটু হাসিয়া বন্তিলন, কই গা, তোমীর গলায় মালা নেই, তেল সেবা করলে না, কি রকম বোষ্টমের মেয়ে তুমি বাছা ? কুসুম সংক্ষেপে কহিল, আমি ওসব করি নে। করি নে, বললে চলবে কেন ? লোকে তোমার হাতে জল পৰ্য্যস্ত খনবে না ধে ! কুমে ফিরিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, আপনার , তা হলে আলাদা রান্নার যোগাড় করে দি ? আমি আপনার লোক, তোমার হাতে না হয় খেলুম–কিন্তু পরে খাবে না ত । কুসুম জবাব দিল না। কুঞ্জ আদিয়া জিজ্ঞাস করিল, চরণ কখন এল কুসুম ? কাল সন্ধ্যার সময় । - , , কুঞ্জর শাশুড়ী কহিলেন, এই শুনি, বেদ, রোষ্টম আর নেবে না, কিন্তু ছেলে-চাকর পাঠিয়ে দিয়েচে ত ? কুঞ্জ অশচর্য্য হইয় প্রশ্ন করিল, তুমি কোথায় শুনলে মা ? মা গাম্ভীর্য্যের সহিত বলিলেন, আমার আর চারটি চোখ কান আছে। তা সত্যি কথা বাছা। তারা এত সাধ{সাধি স্থাটাইটি করলে তবু তোমার বোন রাজী হ’ল না। লোকে নানা কথা বলবেই ত, পাড়ায় পাঁচ জন ছেলে-ছোকৃরা আছে, তোমার বোনের এই সোমন্ত বয়স, এমন به هر -*