পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিতমশাই وی در চর্ণমায়ের মুখেরদিকে চটিয়া হইয়া বলিল,মা কুমেণবg 'বৃন্দাবন তাহ টেষ্ট পাইয়াছিল। জিজ্ঞাসা எ/r ডেকে পঠি ছিলে কেন ? : A. 3, কুসুম তখনও নিজেকে সামলাইয়া উঠিতে পারে নাই ; প্লাব দিতে, পারল না। * - - a বৃন্দাবন পুনরায় জিজ্ঞাসা করিল, দাদার সঙ্গে দেখা করতে চিঠি লিখেছিলে, কৈ তিনি ? .. কুসুম রুদ্ধ স্বরে কহিল, মরে গেছে । আহা, মরে গেল ? কি হয়েছিল ? তাহার গম্ভীর স্বরে যে ব্যঙ্গ প্রচ্ছন্ন ছিল, এই দুঃখের সময় কুসুমকে তাহা বড় বাজিল। সে নিজের অবস্থা ভুলিয়া জলিয়া উঠিয়া বলিল, দেখ, তামাসা ক’রো না । দেহ আমার জলে পুড়ে যাচ্চে, এখন ও সব ভাল লাগে না । তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কি এমনি করে তার . শোধ দিতে এলে ? বলিয়াই সে কাদিয়া ফেলিল । তাঙ্গর চাপা-কন্তু বৃন্দাবন স্পষ্ট শুনিতে পাইল, কিন্তু ইষ্ট তাহাকে - ༡༩ཧྥུ་སྐ:་རྨ বিচলিত করিতে পারিল না। খানিক পরে জিজ্ঞাসা করিল, \ডেকৈ পাঠিয়েচ কেন ? . '. কুসুম চোখ মুছিয়া ভারি গলায় কছিল, না এলে আমি বলি কণকে ? আগে বরং নিজের কাযেও এদিকে গুণসতে যেতে, এখন ভুলেও আর এ পথ মাড়াও না । বৃন্দাবন কহিল, ভুলতে পারি নি বলেই মাড়াই নে, প" i হয় ত মাড়াতুম। যাক, কি কথা ? এমন করে তাড়া দিলে কি বলা যায় ? বৃন্দাবন হাসিল । তারপরে শান্তকণ্ঠে কহিল, তাড়া দিই নি, ভাল