পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

と● পণ্ডিতমশাই চললুম, বলিয়া পা কুমুম কেলি হইতে নামাইয়L দিয়া সোজা উঠিয়া দাড়াই বলিল, আজ সমস্ত বুঝলুম, আমার এত বড় দুঃখের কথা মুখ ফুটে জানাতেও যখন দাড়িয়ে দিলে, বেল" হ’ল চালু, শমি কত নিরাশ্রয় তা স্পষ্ট বুঝেও যখন আশ্রয় য়িত ੱਿ. নী, তন তোমাতে বলার বা আশা করবার আরকিছু নেই। তবু আরও একটা কথা জিজ্ঞেস করব, বল, সত্যি জবাব দেবে ? বৃন্দাবন ক্ষুব্ধ ও বিস্মিত হইয়া মুখ তুলিয়া বলিল, দেব। আমি আশ্রয় দিতে অস্বীকার করি নি, বরং তুমিই নিতে বারংবার অস্বীকার করেচ । কুসুম দৃঢ়কণ্ঠে কহিল, মিছে কথা। আমার কপালের দোষে কি যে দুৰ্ম্মতি হয়েছিল, মার মনে আঘাত দিয়ে একবার গুরুতর অপরাধ করে আমার মা, স্বামী, পুত্র, ঘরবাড়ি সব থাকৃতেও আঞ্জ আমি পরের গলগ্ৰহ, নিরাশ্রয়। আজ পর্য্যস্ত শ্বশুরবাড়ির মুখ দেখতে পাই নি। অপরাধ আমার যত ভয়ানকই হোক, তবু ত আমি সে বাড়ির ধেী। কি করে , সেখানে আমাকে ভিখিরীর মত, দিনের-বেলা সমস্ত লোকের সমুখ দিয়ে পায়ে হেঁটে পাঠাণ্ডে চাচ্চ ? তুমি আর কোন সোজা পথ দেখতে পাও নি ! ৰেন পাও নি জান ? আমরা বড় দুঃখ, আমার মা ভিক্ষা করে আমাদের ভাই-বোন দুইটিকে মানুষ করেছিলেন, দাদা বৃত্তি করে ੋਂ , তাই তুমি ভেবেচ, ভিখিরীর মেয়ে sিlপরীর মতই যাবে, দে আরবেশ কণ ! এ শুধু তোমার মস্ত ভুল নয, অসহ দৰ্প ! আমি বরং এইখানে না খেয়ে শুকিয়ে মরব, তঃ তোমার কাছে তা পতে তোমার হাসি-কৌতুকের মার মাল-মশলা যুগিয়ে দেব না । বৃন্দাবন অবাকু হইয়া দাড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল, চললুম। আমার মার কিছুই বলবার নেই! কুসুম তেনি ভাবে জবাব দিল-বাও। দাড়াও, আর একটা