পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ అు কথা। দয়া করে মিথো বলে। 'न-द्धिेन।। করি, আমার সম্বন্ধে তোমার কি কোন সন্দেহ হয়েছে ? যদি হয়ে থাকে, আমি তোমার সানে দাড়িয়ে শপথ কচ্চি— - সুন্টু-এক পাপিয়ছিল, ফিরিয়া দাড়ায় s হইয়া*ীদিয়া বলি, ও কি, নিরর্থক শপথ কর কো% /: 1 ص সম্বন্ধে কিছুই শুনি নি। তাছার অৰ্দ্ধ-আবরিত মুখের প্রতি চোখ তুলিয়৷ ” মৃদু অথচ দৃঢ়ভাবে কহিল, তা ছাড়া পরের চলা-ফেরা গতিবিধির ওপর দৃষ্টি রাখা আমার স্বভাবও নয়, উচিত নয় । তোমার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার কিছুমাত্র কৌতুহল নেই, ওই নিয়ে আলোচনা করতেও চাই নে। আমি সকলকেই ভাল মনে করি, তোমাকেও মন্দ মনে করি মে, বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল । * ) কুসুম বজাতের স্থায় নিৰ্মাক নিস্তব্ধ হইয়া ছিল । o চরণ কহিল, ম, নদীতে নাইতে যাবে না ? . কুমুম কথা কহিল না, তাহাকে ক্রোড়ে তুলিয়া লইয়া এক-পা এক পা*-কুরিয়া ঘরে আসিয়া শয্যায় গুইয়া পড়িয়া তাছাকে প্রাণগণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া পাইয়া কাদিয়া উঠিল। - “... ' নবম পরিচ্ছেদ { so অনেক দিন কাটিয়াছে । মাঘ শেষ হইয়া ফাল্গুন আীি পড়িল, ৈ চরণ, সেই যে গিয়াছে, আর আসিল না। তাছাকে যে জোর করিয়া আসিতে দেওয়৷ ইয় না, ইহা অতি সুস্পষ্ট। অর্থ" কোনরূপ সম্বন্ধ আর তাহারা বাঞ্ছনীয় মনে করেন না। ও-দিকের কান সংবাদ নাই, সেও আর কখনও চিঠিপত্র লিখিবা নিজেকে অপমানিত কবি না প্রতিজ্ঞ করিয়াছিল, দাদার সেই একই ভাব-সৰ্ব্ব-র মেই প্রাণ যেন কুসুমের