পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やが、2 পণ্ডিতমশাই কুঞ্জর চোখ দিয়া দরূদর করিয়া জল পড়িতে লাগিল, সে নি:শব্দে তাহার মাথায় হাত বুলাইয়া-সান্তন দিতে লাগিল। - সন্ধ্যা হইল। কুর'আর একবার ভাল করিয়া জামার হাতায় চোখ মুছিয়া লইয়া বলিল, তুই অস্থির হ’ল নে বোন, আমি বলে যাচ্ছি.{ বিয়ে - কোন মতেই হতে দেব না। - مأم এবার কুমুম কথা কহিল, কাদিতে কঁাদিতে বলিল, তুমি এতে হাত দিয়ে না দাদা । কুঞ্জ অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়া বলিল, হাত দেব না ? আমার চোখের সাম্নে বিয়ে হবে, আর আমি দাড়িয়ে দেখব ? তুই বলুচিস্ কি কুসুম ? না দাদা, তুমি বাধা দিতে পাবে না। কুঞ্জ রাগিয়া উঠিয়া বলিল, বাধা দেব না ? নিশ্চয় দেব। এতে তোর অপমান না হয় না হবে, কিন্তু আমি সইতে পারব না। আমার প্রজা— · তুই বলিস্ কিরে । লোকে শুনলে আমাকে ছিfছ করবে না ? ; : কুসুম বালিসে মুখ লুকাইয়া বারংবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, M আনি নি। কর্চি দাদা, তুমি কিছুতেই হাত দিয়ে না। আমাদের সঙ্গে - তাদের কোন সম্পর্ক নেই, আর ঘাটাঘাঁটি করে কেলেঙ্কারি বাড়িয়ে না =বিয়ে হচ্ছে গেক। • কুঞ্জ মহা ক্রুদ্ধ হইয়া বলিল, না । না: না, কেন ? অামাকে ত্যাগ করে তিনি বিয়ে করেছিলেন, না হয় - "ার একবার করবে। আমার পক্ষে দুইই সমান। নার পায়ে ধর্চি দাদা, অনৰ্থক বাধা দিয়ে হাঙ্গামা করে আমার সমস্ত সন্ত্রম নষ্ট করে দিয়ে না—তিনি যাতে সুফী হন, তাই ভাল । হু, বলিয়া কুঞ্জ খানিকক্ষণ গুম হইয়া বলিয়া থাকিয়া বলিল, জনিত

o