পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ۲۹ وا তোকে চিরকাল। একবার না বললে কার কাপের সাধি ই বলায়। তুই কারো কথা শুনৃবি নে, কিন্তু তোর কথা সবাইকে শুনতে হবে। কুসুম চুপ করিয়া রহিল। - . . কুঃ বলিতে লাগিল, আর ধরলে কথাটা মিথ্যেও নয়। তুই যখন ఫెక్షీ শ্বশুর-ধর কবি নে, তখন তাদের সংসাই বা চলে কি ক’রে ? এখন মা হয় মা আছেন, কিন্তু তিনি ত চিরকাল বেঁচে থাকৃবেন না। কুমুম কথা কহিল না। কুঞ্জ ক্ষণকাল স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছ কুসুম, সে বিয়ে করুক না করুক, তুই তবে এত কঁাদৃচিস্ কেন ? • ইহার আর জবাব কি ? অন্ধকারে কুঞ্জ দেখিতে পাইল না, কুসুমের চোখের জল কমিয়া আসিয়াছিল, এই প্রশ্নে পুনরায় তাহ প্রবল বেগে ঝরিয়া পড়িতে লাগিল । কুঞ্জ উঠিয়া গেলে কুসুম সে দিনের কথাগুল স্মরণ বরিয়া লজ্জায় ধিক্কারে মনে মনে মরিয়া যাইতে লাগিল। ছি, ছি, মরিলেও ত এ লজ্জার ইইতে নিস্কৃতির পথ নাই। এই জন্যই তাছার আশ্রয় দিবার সাধ্য ছিল না, অথচ সে কতই না সাধিয়াছিল। ওদিকে যখন নুতনকারী বিবাহের উদ্যোগ আয়োজন চলিতেছিল, তখন নাজানিয়া সে মুখ ফুটিয়া, নিজেকে বাড়ির বধু বলিয়া দৰ্প করিয়াছিল। যেখানে বিন্দু পুসুিa ভালবাসা ছিল না, সেখানে সে পৰ্ব্বত-প্রমাণ অভিমান করিয়াছিল f ভগবান! এই অসহ দুঃখের উপর কি মৰ্ম্মান্তিক লজ্জাই না তথষ্ট্র মাথায় চাপাইয়া দিলৈ ! *, — BBB BB BBB BBBB BBB BBS BtDSDg BBD আণঃ স্বভাব-চরিত্র সম্বন্ধে স্টার বিপূমাত্র কৌতুলে নাই! মার আমি মাজচীন, ভাঙ্গীতে শপথ করিতে গিয়ছিলাম ।