পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ 노 তবে গাড়ী চলে, নইলে এত বড় জড় পদার্থটাকে জন-কতক ভদ্রলোকে । 4পদ্ধ গায়ের জোরে ঠেলাঠেলি ক’রে একচুলও নাড়তে পারবে না। - যাক, ইঙ্কি-এ সব গনই, মইলে গাটের পয়সা খরচ করে পাঠশালা খুলতে না। মিষ্ট্র জঙ্গে বিয়ে পর্যস্ত করি নিয়ে তোমাদের মত আমাদের গামেও · লেখাপড় শেখাবার গলাই নেই, তাই প্রথমে একটা পাঠশালা খুলে—। শেষে একটা স্কুল দাড় করাব মনে করি—তা আমার পাঠশালাই চলুল না--ছেলে জুটল না। আমাদের গায়ের ছোইলোক গুলো এম্নি সয়ন্তান যে, কোনো মতেই ছেলেদের পড়তে দিতে চায় না। নিজের মানসন্ত্রম নষ্ট ক’রে দিন-কতক ছোটলোকেদের বাড়ি পর্যন্ত ঘুরেছিলাম--না, তবুও না। বৃন্দাবনের মুখ রাঙা হইয়া উঠিল। কিন্তু শান্ত ভাবে বলিল, ছোটলোকদের ভাগ ভাল যে, ভদ্রলোকের পাঠশালে ছেলে পাঠায় নি। কিন্তু তোমারও ভাই, আমাদের মত ছোটলোকদের 系 বাড়ি ঘুরে মান-ইজ্জত ন করা উচিত হয় নি। - তাঙ্গর কথার খোঁচটি কেশবকে সম্পূর্ণ বিলি। সে ভারী অপ্রতিভূ । হইয়া বলিয়া উঠিল, না yে, না—তোমাকে—তোমাদের সে কি হশ্বা । ছি ছি! তা আমি বলি নি, সে কথা নয়—কি জানে- - বৃন্দাবন গগি উঠিল। বলল, আমাকে বল নি লক্ষিণ গুলি ,י" কিন্তু আমার আত্মীয়-স্বজনকে বলেট। আর্মর সব তীতিকামার *M. চাষ-স্তান্ত নি, লাল ঠেলি, গৰু চরাষ্ট-জালেজ পরত পটু রে ; সরকারী আফিসের লোর-গোড়ীয় যেনে পারিগুনে, কাজেই ੰ ` আমাদের ছোটলেক বলে ডাকো—ভাল কাজেও আমাদের বাড়িতে ঢুকুলে তোমাদের মত উচ্চ-শিক্ষিত সদাশয় লোকেরও সস্ত্রম নষ্ট হয়ে যায়। কেশব মাথা হেঁট করিষ বলিল, বৃন্দাবন, সত্যি বলচি ভাই, তোমাকে