পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরি ে&দ 업( কর, কল সকালেই আবার আসব, বলিয়া কেশব উঠি দাড়াইতেই ক্লেশখন ভূ ঠ প্ৰণাম করিা পায়ের ধূলা গ্রহণ করল । ..পাড়ায় বাড়ি হইলেও বেশ সহরের শ্লেষ্ণ । বন্ধুর নিকট ব্যবér মনে মনে অত্যন্ত সঙ্কোচ বোধ করি ; উভয়ে প্রাঙ্গণ /ণামতে পোড়োর দল মাটীতে মাথা ঠকাইয়। প্ৰণাম করিল। বাল্যবন্ধুকে দ্বার পর্য্যস্ত পৌছাড়য়া দিয়; বৃন্দাবন আস্তে মাস্তে বলিল, তুমি বন্ধু হলেও ব্রাহ্মণ । তাই তোমাকে নিজের তরফ থেকেও প্রণাম করেচি, ছাত্রদের তরফ থেকেও করেচি—বুঝঙ্গে ত ? কেশব সলজ্জ হাস্তে বুঝেচি বলিয়া ধীরে ধীরে বাহির হইয় গেল । . পরদিন সকালেই কেশব হাজির হইয় বলিল, বৃন্দাবন, তুমি যে যথার্থই মাকুষ তাতে আমার কোনো সন্দেহ নাই । বৃন্দাবন হাসিয়া বলিল, আমারও নেই। তার পর ? কেশব কহিল, তোমাকে উপদেশ দিচ্চি নে, সে অহঙ্কায় আমার কাল ভেঙে গেছে, শুধু বন্ধুর মত সবিনয়ে জিজ্ঞেস কচ্চি, এ গায়ে তুমি যেন নিজের অর্থ এবং সম নষ্ট করে ছেলেদের শিক্ষা দিচ্চ, কিন্তু আরও কত । BBB BB BBBS BBBB B BB BBBBB BBBBB BB SBYS এ কাজ কি গভরমেন্টের করা উচিত নয় ? . বৃন্দাবন গসিয়া উঠিল। বলি, তোমার প্রশ্নটা ঠিক ও পোড়োদের" মত হ’ল। দোষের জন্ত রাধুকে মারতে যাও দিকি,সে তক্ষণ দুই হাত ੇ বলবুে—পণ্ডিতমশাই, শধুও করেছে । অর্থাং মধুর দোষ দেখিয়ে দিতে পারলে যেন রাঞ্চ দেম আর থাকে না। এ দেশজোড় মুঢ়তার প্রায়শ্চিত্ত নিজে ত করি ভাই, তার পরে, দেখা যাবে গভরমেন্ট তার কৰ্ত্তব্য করেন কি না । নিজের কৰ্ত্তধ করার আগে, পরের কৰ্ত্তব্য আলোচম করলে পাপ হয় । * এই