পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭ পণ্ডিতমশাই কিন্তু তোমার আমার সামর্থ কতটুকু ? এই ছোট্ট একটুখানি পাঠশালায় জন-কতক ছাত্রকে পড়িয়ে কতটুকু প্রায়শ্চিত্ত হবে ? বৃন্দাবন বিস্মিতভাবে এক মুহূৰ্ত্ত চাহিয়া থাকিয়া কহিল, কথাটা ঠিক হ’থ না ভাই ; আমার পাঠশালা একটি ছাত্রও যদি মানুষের মত মাতুষ হয়, ত এই ত্ৰিশ কোটি লোক উদ্ধার যে যেতে পারে। ট্রিক ফারাডে, রামমোহন বিদ্যাসাগর থাকে ঝণকে তৈরি হয় না কেশব, বরং আশীৰ্বাদ কর, যেন এই ছোট পাঠশাল 'র একটি ছাত্রকেও মরণের পুৰ্ব্বে মাচুর্য দেখে মরতে পারি। আর এক কথা । আমার পাঠশালায় একটি সর্ভ আছে। কাল যদি তুমি সন্ধ্যার পর উপস্থিত থাকতে ত দেখতে পেতে প্রত্যহ বাড়ি বাবার পূর্বে প্রত্যেক ছাত্রই প্রতিজ্ঞ করে, বড় হয়ে তারা অস্তত: দুটি- একটি ছেলেকেও লেখা-পড়া শেখাবে গামার প্রতিপাচটি ছাত্রের একটি ছাত্রও যদি বড় হয়ে তাদের ছেলে-ঠেঙ্গার প্রতিজ্ঞাপূর্ণ করে, তাহলে আমি হিসেব করে দেখেচি কেশব, বিশ বছর পরে এই বাঙলা দেশে একটি লোকও মুখ থাকবে না। কেশব নিশ্বাস ফেলিয়া বলিল, উঃ—কি ভয়ানক আশ । - বৃন্দাবন বলিল, সে বলতে পার বটে। দুৰ্ব্বল মুহূৰ্বে আমারও ভয় হয় তুরাশা, কিন্তু সবল মহূৰ্বে মনে হয়, ভগবান মুখ তুলে চাইলে পূর্ণ । এতে কতক্ষণ । BBBB BBBS BBBBS BSB BBBB BB BBB BB BBBS BBB কবে দেথ হবে, ভগবান জানেন । চিঠি লিঙ্গলে জবাব দেব বল । এ আর বেশি কথা কি কেশব ? বেশি কথাও আছে, বলচি ! যদি কখন বন্ধর প্রয়োজন হয়, স্মরণ করবে বল ? അy-l. তা ও কর , বলিয়া বৃন্দাবন নত হইয়া কেশবের পদধূলি মাথায় লইল لیا