পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ brవ চরণ অনুনয় করিয়া কহিল, ব:ব, কাল যাব । • বৃন্দাবন চুপ করিয়া রহিল। কুসুমও কথা না কহিয়া চরণকে কোল হইতে নামাইয়া দিল । মিনিট-দুই পরে বৃন্দাবন, গম্ভীর স্বরে ডাক দিয়া বলিল, আর দেরি করিস নে রে, আয়, বলিয়াধীরে ধীরে চলিয়া গেল। চর বড় আদরের সন্তান হইলেও গুরুজনের আদেশ পালন করিতে শিখিযুছিল, তথাপি সে মায়ের মুখের দিকে সতৃষ্ণ চোখ দুটি তুলিয়া শেষে ক্ষুব্ধ মুখে নিঃশব্দে পিতার অনুসরণ করিয়া বাহিরে অসিয়া দাড়াইল । গাড়োয়ান গরু দুটোকে জল খাওয়াইয়া আনিতে গিয়াছিল, পিতাপুত্র অপেক্ষা করিয়া পথের উপর দাড়াইয়া রহিল। এইবার কুহুম সরিয়া আসিয়া সদর দরজার ফাক দিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া চমকিয়া উঠিল। তাছার সে লাবণ্য নাই, চোখমুখের ভাব অতিশয় কুশ ও পাণ্ডুর ; হঠাৎ সে আত্মসম্বরণ করিতে না পারিয়া আড়ালে থাকিয়াই ডাকিল, একবার শোনো । বৃন্দাবন কাছে আসিয়া কছিল, কি ? তোমার কি এর মধ্যে অসুখ করেছিল ? --না ! نامه " তবে, এমন রোগ দেখাচ্চে কেন ? • e তা ত বলতে পারি নে। বোধ করি, ভাবনায় চিন্তায় শুকনে 〔研邻议BE! & • . ভাবনা চিন্তা ! স্বামীর শীর্ণ মুখের পীনে চাঙ্গিয় তাহার জালাট নরম হইয়া আসিলি, শেষ কথায় পুনৰ্ব্বার লুলয় উঠিল । শ্লেষ করিয়া কহিল, তোমার ত ষোলো অনাই সুখের । ভাবনা চিন্তা কি শুনি ? বৃন্দাবন ইছার জবাব দিল না । গাড়ী প্রস্তুত হইলে চরণ উঠিতে গেলে বৃন্দাবন কহিল, তোর মাকে প্রণাম করে এলি নে রে ? •