পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిg পণ্ডিতমশাই বলিয়া এখনো অবিবাহিত। বাড়ি ও-পাড়ায়, পূৰ্ব্বে কদাচিৎ দেখ মিলিত, কিন্তু সম্প্রতি কোন অজ্ঞাত কারণে মাসিমায়ের প্রতি তালর ভক্তি-ভালবাসা এতই বাড়িয়া উঠিল যে, প্রত্যহ যখন তখন মাসিম বলি: হাজির হইয়া, তাহার ঘরে বসিয়া বহুক্ষণ ধরিয়া কথাগঞ্জ ও আদেশউপদেশ গ্রহণ করিতে লাগিল । আজ অপরাহ্লে ব্ৰজেশ্বী কুলুমকে লইয়া পুকুরে গা ধুইতে গিল্পছিল। জলে নামিয়া, ঘাটের অদূরে একটা ঘন কামিনী-ঝাড়ের প্রতি হঠাৎ নজর পড়ায় দেখিল, তাহার আড়ালে দাড়াইয়া গোবৰ্দ্ধন একদৃষ্টি চাহিয়া আছে, তখন আমি কিছু না বলিয়া, কেন মতে কাজ দারিয়া বাড়ি ফিরিয়া দেখিল, সে উঠানের উপর দাড়াইয়া মাসির সহিত কথা কহিতেছে । কুসুম আফণ্ঠ BBBB BBB BBBB KK BBBB BB BBBB BBBS BBBBB কাছে আসিয়া প্রশ্ন করিল, আচ্ছ গোবৰ্দ্ধনদাদ । আগে কোন কালে তোমাকে ত দেখতে পেতাম না, আজকাল হঠাৎ এমন সদয় হয়ে উঠেচ কেন বল ত ? বাড়ির ভেতর আসা-যাওয়াটা একটু কম করে ফ্যালো । গোবৰ্দ্ধন জনিত না, সে তাহণকে দেখিতে পাইয়াছিল, কিন্তু এই প্রশ্নের ভারে উৎকণ্ঠীয় শশব্যস্ত হইয়। উঠিল—জবাব দিতে পাf., না। কিন্তু না অগ্নিমূৰ্ত্তি হইয়া চোখ রাঙা করিয়া চেসাইয়া উঠিলেন, আগে ওর ইচ্ছে হয় নি, তাই আসে নি, এখন ইচ্ছে হয়ে চ আসচে । তেীর কি ? * ra নেয়ে রাগ করিল না, স্বাভাবিক কণ্ঠে বলিল, এই ইচ্ছেটাই আমি পছন্দ করি নে। আমার নিজের জন্যও তত বলি নে ম’, কিন্তু আমার ননদ রায়চে, সে পরে মেয়ে, তা ত মনে রাখতে হবে । ম। সপ্তমে চড়িয়া উত্তর করলেন, পরের মেয়ে ; জন্ত কি আমর আপনার বোনঃপ ভাইপের পর হয়ে যাবে, না :াড়ি ঢুকবে না ?