পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

మbr পণ্ডিতমশাই কুসুম আশঙ্কায় নিশ্বাস রোধ করিয়া বলিয়া উঠিল, হয় নি ? বেী, আমি মনে মনে জানতুম। কিন্তু আমার কথাই বা এত উঠল কেন ? ব্ৰজেশ্বরী হাসিয়া বলিল, তোমার দাদার একটুখানি বাইয়ের ছিট আছে কি না ভাই। অপর কেউ হয় ত চক্ষু-লজ্জাতেও এত গণ্ডগোল করতে চাইত না, কিন্তু ওর ত সে বালাই নেই, তাই চতুর্দিক তোলপাড় করতে লাগলেন, আমার বোনের যখন কোন দোষ নেই,মা যখন সত্যিই তার কঠিবদল দেন নি, তখন কেন ঠাকুরজামাই তাকে নিয়ে ঘর করবে না, কেন আবার বিয়ে করবে, আর কেনই বা নন্দজ্যাঠা তাকে মেয়ে দেবে ! কুসুম লজ্জায় কণ্টকিত হইয়া বলিল, ছিছি, তার পরে ? ব্ৰজেশ্বরী কহিল, তার পরে আর বেশি কিছু নেই। আমার শাশুড়ীঠাকুরুণ আর নন্দজ্যাঠাইম এক গায়ের মেয়ে, রাগে দুঃখে লজ্জায় অভিমানে তোমাকে নিয়ে এই খানেই আসেন, তার ছেলের সঙ্গেই কথা হয়—কিন্তু হতে পায় নি। আচ্ছা ঠাকুরধি, ঠাকুরজামাই নিজও ত সব কথা শুনে গেছেন, তিনিও কি কোন ছলে জানান নি ? আগে । শুনেছিলুম, তোমার জন্তে তিনি নাকি— কুসুম মুখ ফিরাইয়া লইয়া বলিল, বে, সে দিন হয় তfতুনি তা বলতেই এসেছিলেন । - ব্ৰঞ্জেশ্বর আশ্চর্ঘ্য হইয়া জিজ্ঞাসা করিল, কোন দিন ? সম্প্রতি এসেছিলেন ? r ই, আমরা যেদিন এখানে আসি সে দিন সকালে । তার পরে ? , আমার দুর্ববহারে না বলেই ফিরে যান । প্রশ্বেরী মুখ টিপিয়া হাসিয়া কহিল, কি করেছিলে ? কুঞ্জে ঢুকতে দাও নি, ন কথা কও নি ?